বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ৯০–এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ হন নাজির উদ্দিন জেহাদ। তাঁর রক্তের বিনিময়ে পতন ঘটেছিল এরশাদ সরকারের। সেই ধারাবাহিকতাতেই ২০২৪ সালের গণআন্দোলনে পতন হয়েছে খুনি স্বৈরাচার হাসিনা সরকারের।
আমান জানান, প্রধান উপদেষ্টার ঘোষণার পর আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপির নেতৃত্বে সর্বদলীয় জাতীয় সরকার গঠন করা হবে। “আগামী সরকার হবে তারেক রহমানের সরকার, আগামী সরকার হবে খালেদা জিয়ার সরকার। বিএনপির উন্নয়নের অগ্রযাত্রা এই সরকারের মাধ্যমেই অব্যাহত থাকব
বিএনপি আগামীতে রাষ্ট্রক্ষমতায় এলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় ১৩ বছরের দণ্ডিত কারাবন্দি বিএনপি নেতা আমান উল্লাহ আমানের খালাস চেয়ে করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে।